বন্ধুদের#১ নাম্বার নেটওয়ার্ক এয়ারটেল,দেশের সব বন্ধুদের জন্য নিয়ে এলো দারুণ এক নিউজ। এখন থেকে এয়ারটেল-এর বন্ধুরা রিচার্জ ছাড়াই জাস্ট একটা নাম্বার ডায়াল করলেই উপভোগ করতে পারবে স্পেশাল কল রেট।
স্পেশাল কল রেট পাওয়ার জন্য অন্য সব অপারেটরের গ্রাহকদের রিচার্জ অ্যামাউন্ট আর বিভিন্ন শর্তের ভীরে বেশ টেনশনে থাকতে হয়। কিন্তু এদিকে বরাবরের মতো এয়ারটেল-এর বন্ধুরা আছে একদম নিশ্চিন্তে। কারণ, শুধুমাত্র এয়ারটেল-এর বন্ধুরা *১২৩*০৪৮# নাম্বার ডায়াল করলেই উপভোগ করতে পারবে ৪৮ পয়সা প্রতি মিনিটে ৭ দিন মেয়াদের স্পেশাল কল রেট।
মানে বাংলাদেশে প্রথমবারের মতো এখন থেকে বন্ধুরা পাবে জাস্ট ডায়াল করেই রিচার্জ ছাড়াই স্পেশাল এই অফার। বন্ধুদের ব্র্যান্ড এয়ারটেল বন্ধুদের চাহিদার কথা মাথায় রেখে সবসময় নিয়ে এসেছে নতুন সব ফিচার। আর তারই ধারাবাহিকতায়, বন্ধুরা এবার পাবে রিচার্জ ছাড়াই স্পেশাল কল রেট। তাই বন্ধুদের নেটওয়ার্কে ডায়াল করেই কানেক্টেড থাকা পসিবল।