এয়ারটেল জবস পোর্টাল

জব সার্ভিসের লক্ষ্য হলো মোবাইল প্রোফাইলের ভিত্তিতে বিভিন্ন কাজের অফার প্রদান করা। ব্যবহারকারীরা তাদের পছন্দের লোকেশনে পছন্দের চাকরী খুঁজতে পারবে এই জব সার্ভিসের মাধ্যমে। এই সার্ভিসটি শুধুমাত্র সাবস্ক্রাইবড ব্যবহারকারীদের জন্য এককভাবে প্রযোজ্য থাকবে। ব্যবহারকারীরা তাদের পছন্দমতন প্রোফাইল তৈরি করতে এবং চাকরী খুঁজতে পারবে। সার্ভিসটি সাবস্ক্রিপশন মডেলের উপর ভিত্তি করে এবং WAP, এসএমএস চ্যানেলের মাধ্যমে ব্যবহারযোগ্য।

সাবস্ক্রিপশনঃ

শর্ট কোডে এসএমএস কীওয়ার্ড সেন্ড এবং WAP সাইট ভিজিট করার মাধ্যমে ব্যবহারকারী সাবস্ক্রাইব করতে পারেন।

প্রোফাইল তৈরিঃ

WAP সাইটে চাকরীর ধরন, অভিজ্ঞতা এবং ক্ষেত্র নির্বাচন করার মাধ্যমে ব্যবহারকারীকে তার প্রোফাইল তৈরি করতে হবে।

এ্যালার্টঃ

একবার সাবস্ক্রাইব হয়ে গেলে ব্যবহারকারী দৈনিক প্রোফাইল ম্যাচিং এর লিংক মোবাইলে SMS এর মাধ্যমে পেতে থাকবেন।

প্রোফাইল পরিবর্তনঃ

WAP সাইটের মাধ্যমে সাবস্ক্রাইবড ব্যবহারকারীরা যেকোনো সময় তাদের প্রোফাইলে পরিবর্তন আনতে পারেন।

ডিএক্টিভেশনঃ

যেকোনো সময় বিনামূল্যে এসএমএস পাঠিয়ে বা WAP সাইটের মাধ্যমে ব্যবহারকারী সার্ভিসটি থেকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

ট্যারিফঃ

প্রাইমারি ব্যবহারকারী কীওয়ার্ডসেকেন্ডারি ব্যবহারকারী কীওয়ার্ডবর্ণনারিপ্লাই ম্যাসেজট্যারিফ (W.O.V)
START WJOB1
(স্যাম্পল কীওয়ার্ড)
২৩০০৩সাবস্ক্রিপশন সম্পর্কে ব্যবহারকারীকে জানানোআমাদের সিস্টেম নির্দেশ করছে যে আপনি ২ টাকা মূল্যের জবস ডেইলি প্যাকে সাবস্ক্রাইব করতে চান। সাবস্ক্রিপশনের জন্য ১ টাইপ করে রিপ্লাই করুন।২ টাকা
START WJOB7
(স্যাম্পল কীওয়ার্ড)
২৩০০৩সাবস্ক্রিপশন সম্পর্কে ব্যবহারকারীকে জানানোআমাদের সিস্টেম নির্দেশ করছে যে আপনি ৭ টাকা মূল্যের জবস উইকলি প্যাকে সাবস্ক্রাইব করতে চান। সাবস্ক্রিপশনের জন্য ১ টাইপ করে রিপ্লাই করুন।৭ টাকা


  • প্রশ্নঃ জবস সার্ভিস কী?

    উত্তরঃ জবস সার্ভিস একটি চাকরী খোঁজার পোর্টাল যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন কোম্পানীতে প্রাপ্য সর্বশেষ চাকরীর ব্যাপারে জানতে পারেন। ব্যবহারকারীকে প্রোফাইল বিস্তারিত যেমন- চাকরীর ধরন, পছন্দের লোকেশন, কাজের অভিজ্ঞতা ইত্যাদি প্রদানের মাধ্যমে সাবস্ক্রাইব করতে হবে। জব ওপেনিং এর ব্যাপারে ব্যবহারকারীকে দৈনিক SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তার তৈরিকৃত প্রোফাইলের উপর ভিত্তি করে।


  • প্রশ্নঃ জবস সার্ভিস কীভাবে আমাকে সাহায্য করতে পারে?

    উত্তরঃ জব সার্ভিস আপনাকে আপনার তৈরিকৃত প্রোফাইলের ভিত্তিতে লেটেস্ট এবং আপডেটেড জব এ্যালার্ট পেতে সাহায্য করবে। আপনি যেকোনো সময় বিনামূল্যে আপনার প্রেফারেন্স বদলাতে পারবেন।


  • প্রশ্নঃ জব সার্ভিসে কীভাবে যোগ দিতে পারি?

    উত্তরঃ সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি জব সার্ভিসে যোগ দিতে পারেন।


  • প্রশ্নঃ আমার হ্যান্ডসেটটি ইন্টারনেট সাপোর্টেড না। আমি কি জব সার্ভিস ব্যবহার করতে পারবো?

    উত্তরঃ না। আপনার হ্যান্ডসেটটি ইন্টারনেট সাপোর্টেড হতে হবে।


  • প্রশ্নঃ জব ব্যবহার করা নিরাপদ?

    উত্তরঃ হ্যাঁ। এই সার্ভিস দৈনিক শুধুমাত্র আসল জব পোস্টের ব্যাপারেই সাবস্ক্রাইবারকে জানান দেয়।


  • প্রশ্নঃ আমি কি একটির বেশি প্রোফাইল বানাতে পারবো এবং এজন্য কি আমাকে অতিরিক্ত চার্জ দিতে হবে?

    উত্তরঃ না, আপনি একসাথে একটির বেশি প্রোফাইল বানাতে পারবেন না। আপনি ম্যাচ এ্যালার্টগুলো নিয়ে সন্তুষ্ট না হলে আপনার প্রোফাইলটি মডিফাই বা আপডেট করার চেষ্টা করুন।


  • প্রশ্নঃ আমি আমার চাহিদা অনুযায়ী ম্যাচ এ্যালার্টস পাচ্ছি না। কী করতে পারি?

    উত্তরঃ আরো ভালো রেজাল্টের জন্য আপনি প্রোফাইল বিস্তারিত সম্পূর্ণ/পরিবর্তন করতে পারেন। আপনি সাবস্ক্রাইব করে থাকলে WAP সাইট ভিজিট করে আপনার প্রোফাইল এডিট/আপডেট করুন।


  • প্রশ্নঃ প্রোফাইল এডিট/মডিফাই করতে পারি?

    উত্তরঃ হ্যাঁ, সাবস্ক্রাইবড ব্যবহারকারীদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি। প্রোফাইল এডিট/আপডেট করতে WAP সাইট ভিজিট করুন।


  • প্রশ্নঃ প্রোফাইল এডিট/মডিফাই করতে কি আমাকে অতিরিক্ত চার্জ দিতে হবে?

    উত্তরঃ না, সাবস্ক্রাইবড ব্যবহারকারীদের জন্য এটি সম্পূর্ন ফ্রি। আপনাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করার জন্য চার্জ দিতে হবে।


  • প্রশ্নঃ একদিনে আমি কয়টি এ্যালার্ট পাবো?

    উত্তরঃব্যবহারকারী প্রতিদিন এসএমএস-এর মাধ্যমে একটি এ্যালার্ট পাবেন।


  • প্রশ্নঃ প্রোফাইল ডিলিট করবো কীভাবে?

    উত্তরঃ আপনি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ‘STOP WJOB1/ WJOB7’ লিখে ২৩০০৩ নাম্বারে সেন্ড করুন।


  • প্রশ্নঃ সার্ভিস ডিএক্টিভেট করবো কীভাবে?

    উত্তরঃ আপনি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ‘STOP WJOB1/ WJOB7’ লিখে ২৩০০৩ নাম্বারে সেন্ড করুন অথবা WAP সাইট ভিজিট করে আনসাবস্ক্রাইব করুন।

আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল?