গেইমলফট গেইমস ক্লাব

গেইমলফট হলো বিভিন্ন লেটেস্ট এবং হিট গেইমের এক দুর্দান্ত WAP শপ। ব্যবহারকারীগন এই সাবস্ক্রিপশন সার্ভিসটি ডিসকাউন্ট মূল্যে রেজিস্টার করতে পারবেন এবং চার্জের পরিমাণ অনুযায়ী ক্রেডিট পাবেন। পূর্ণ-সংস্করণের একটি গেইম ডাউনলোড করার জন্য প্রতিটি ক্রেডিট ভাঙানো যাবে।ব্যবহারকারী যেকোনো সময় তার সার্ভিসটি ত্যাগ করতে পারেন। তবে এর ফলে তার বর্তমান ক্রেডিটসমূহ শেষ হয়ে যাবে। তাই, সার্ভিসটি আনসাবস্ক্রাইব করার পূর্বে সকল ক্রেডিট ব্যবহার করে ফেলা উচিৎ।

যেভাবে সাবস্ক্রাইব করবোঃ

গেইমলফট ক্লাবে সাবস্ক্রিপশন চার্জ ১০টাকা(ভ্যাট+সম্পূরক শুল্ক এবং সারচার্জ), সাথে ১টি গেইম ফ্রি(সাবস্ক্রিপশনের পর প্রথমবার)+১ ক্রেডিট। ৭দিন পরপর রিনিউয়ালের পর ব্যবহারকারী ১ক্রেডিট পাবেন।

১ক্রেডিট = ১টি সম্পূর্ণ গেইম ডাউনলোড(লেভেল বা টাইম প্লে দ্বারা সীমাবদ্ধ নয়)

প্রতিটি ডাউনলোডের চার্জঃ

ব্যবহারকারী আমাদের wapshop অ্যাক্সেস করতে পারেন এবং লা কার্টা হিসাবে কোনো খেলা ডাউনলোড করতে পারেন। ব্যবহারকারী খেলা প্রতি ২০টাকা(+ ভ্যাট,সম্পূরক শুল্ক এবং সারচার্জ) upfront ফি দিবেন।

ট্রাই অ্যান্ড বাইঃ

ব্যবহারকারী ইএফপি(হ্যান্ডসেট এম্বেড প্রোগ্রাম) থেকে কিছু প্রিমিয়াম টাইটেল কিনতে পারেন যা স্থানীয়ভাবে এবং বিশ্বব্যাপী বাংলাদেশে ঘটেছে। কিছুক্ষণ খেলার পর কিছু কিছু গেইমে মাঝে মাঝে পরবর্তী লেভেলে যেতে ৪০টাকা(+ভ্যাট, সম্পূরক কর, মূল্য সংযোজন কর ) চার্জ প্রযোজ্য হতে পারে।

ইন-অ্যাপ পারচেজঃ 

ব্যবহারকারীদের জন্য রয়েছে ইন-অ্যাপ পারচেজ অপশন, যার মাধ্যমে তারা ৫ থেকে ৩০টাকা(+ভ্যাট, সম্পূরক কর, মূল্য সংযোজন কর) চার্জের বিনিময়ে গেইমের লেভেল+ইনসেনটিভ কিনতে পারবেন।

কিভাবে ব্যবহার করতে হবেঃ 

আপনাকে আপনার মোবাইলে মোবাইল ব্রাউজার দিয়ে wap সাইট http://wapshop.gameloft.com/robi/-এ লগ অন করতে হবে। এখান থেকে আপনি অসংখ্য মোবাইল গেইম হতে পছন্দমত গেইম পছন্দ করতে পারবেন।

কানেক্টেড হতে কিছু প্রয়োজনীয় পয়েন্টারঃ

  • গেইম ক্রয় ও ব্রাউজ করতে প্রথমে নিশ্চিত হোন
  • আপনার মোবাইলে মোবাইল ইন্টারনেট (WAP/GPRS/EDGE) সেটিংস কনফিগার করুনli>
  • মোবাইল গেইম খেলার জন্য আপনার মোবাইলটি উপযুক্ত
  • আপনি যদি প্রিপেইড বা পোস্ট পেইড গ্রাহইক হোন, তাহলে একাউন্টে যথেষ্ঠ পরিমাণ ক্রেডিট রয়েছে
  • আপনার মোবাইলে গেইম ডাউনলোড করার জন্য যথেষ্ঠ পরিমাণ জায়গা রয়েছে। আপনার মোবাইলে যদি মেমোরি কার্ড থাকে, তবে গেইমটি সেখানেই ডাউনলোড করুন।

যেভাবে সাবস্ক্রাইব করবঃ

  1. SMS : গেইমলফট ক্লাব-এর লিংক পেতে ব্যবহারকারীকে “START GAME” টাইপ করে ২১২০৬ নম্বারে পাঠাতে হবে। পোর্টালটি ভিজিট করে সাবস্ক্রিপশন কমপ্লিট করুন।
  2. মোবাইল সাইট:http://wapshop.gameloft.com/robi/index.phpলিঙ্কে যান এবং “TOP Banner” বা “Get for FREE” বাটনে ক্লিক করুন। এরপর “Confirm” বাটনে প্রেস করে নিশ্চিত করুন। নিশ্চিত করার পর Start বাটনে প্রেস করে SAP পেইজে যান। এখান থেকে পছন্দমত গেইম ডাউনলোড করুন।

যেভাবে আনসাবস্ক্রাইব করবঃ

  1. SMS : গেইমলফট ক্লাব আনসাবস্ক্রাইব করতে ব্যবহারকারীকে “STOP GAME” টাইপ করে ২১২০৬ নম্বারে পাঠাতে হবে।
  2. মোবাইল সাইট: http://wapshop.gameloft.com/robi/index.php লিঙ্কে যান এবং “My Account”-এ গিয়ে “UNSUBSCRIBE” বাটনে ক্লিক করুন।

ট্যারিফঃ

প্যাকেজমূল্যঅটো রিনিউয়াল
সাপ্তাহিক সাবস্ক্রিপশন, সাথে ১টি গেইম ফ্রি(সাবস্ক্রিপশনের পর প্রথমবার)+১ ক্রেডিট(১ক্রেডিট=১টি সম্পূর্ণ গেইম ডাউনলোড১০টাকাহ্যাঁ
১ক্রেডিটে রিনিউয়াল(১ক্রেডিট=১টি সম্পূর্ণ গেইম ডাউনলোড)১০টাকা
Pay per ডাউনলোড এবং অন-ডিমান্ড গেইম২০টাকানা
ইন-অ্যাপ পারচেজ৫টাকা
৯টাকা
১৫টাকা
২০টাকা
২৫টাকা
৩০টাকা
না
Try & Buy৪০টাকানা

নোটঃ

  • ১৫% সম্পূরক শুল্ক(এসডি) সহ ১৫% ভ্যাট এবং বেইজ ট্যারিফের উপর ১% সারচার্জ প্রযোজ্য হবে
  • পোর্টাল ব্রাউজিং এবং গেম ডাউনলোড করার জন্য ডাটা চার্জ প্রযোজ্য হবে
  • ডেইলি কনট্যান্ট ডাউনলোড করার পর, পরবর্তী প্রতি ডাউনলোডে চার্জ প্রযোজ্য হবে

হেলপ ও সাপোর্ট:

ফোনঃ ০০০-৮০০-১০০-৭০৫৮
ইমেইলঃ special.support@gameloft.com
অনলাইনে রিকোয়েস্ট পাঠান এখানে
http://support.gameloft.com/Home/SupportForm/273/#phoneSupport
http://support.gameloft.com/

আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল?