২০-বিষ সং

২০২০-এ লকডাউনের পর থেকে কলেজ-ভার্সিটি সব বন্ধ।তাই বন্ধুদের লাইফের রেগুলার আড্ডা, ক্যান্টিনের হইচই, শপিং, ঘুরতে যাওয়ার সাথে আরও অনেক কিছুই করা হয়নি একসাথে। তাই বলে কিন্তু বন্ধুরা থেমে থাকে নি। অনলাইনে বন্ধুরা একজন আরেকজনের পাশে ছিলো সবসময়। ঈদের আড্ডা, পহেলা বৈশাখের শাড়ির অপশন চুজ করা অথবা অনলাইন ক্লাসের নোটস গুছিয়ে দেওয়া… সব কিন্তু বন্ধুরাই করে দিয়েছে আগের মতো। আবার বাসায় বসেই বন্ধুরা অনলাইন থেকে বেশ ইন্টারেস্টিং স্কিল ডেভেলপ করেছে, আবার কেউ শিখেছে নতুন অনেক কিছুই। সব মিলিয়ে ২০২০ টা কোনো একভাবে কেটে গেলেও, বন্ধুরা কিন্তু প্যারা খুব একটা বেশি খায় নি। আর তাই ২০২০ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে ওয়েলকাম জানাতে এয়ারটেল বন্ধুদের জন্য নিয়ে এসেছে এক দারুণ থিমেটিক মিউজিক ভিডিও। গানটিতে বলা হয়েছে বন্ধুদের ২০২১ টা শুরু হোক রিফ্রেশ মনে, নতুন প্ল্যানে। ২০২১-এ বন্ধুরা মিলে একসাথে সব গ্রাউন্ডে খেলে দিবে নিজের স্টাইলে। কারণ বন্ধু সাথে থাকলে সব পসিবল। এই বিশ্বাস নিয়েই এয়ারটেল-এর নতুন থিমেটিক গানের স্লোগান- একুশেও খেলে দিবো, বন্ধুরা আছে তাই!

আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল?