ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

DMA, 2022-এ দুইটি অ্যাওয়ার্ড জিতেছে এয়ারটেল

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, 2022-এ এয়ারটেল জিতেছে দুটি অ্যাওয়ার্ড। এয়ারটেলের বিজয় দিবস ক্যাম্পেইন "বেস্ট ভিডিও" ক্যাটাগরিতে জিতেছে ব্রোঞ্জ পদক। এর পাশাপাশি, এয়ারটেলের মেন্টাল হেলথ ডে ক্যাম্পেইন ‘বেস্ট ইউজ অফ ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার জিতেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডটি "কথা হবে বন্ধু" ফেসবুক গ্রুপটির উদ্বোধন করেছে। এই দুইটি ক্যাম্পেইনই সাধারণ মানুষের মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। এজন্যই এয়ারটেল জিতেছে প্রেস্টিজিয়াস এই পুরস্কার।

DMA, ২০২১-এ ৬টি পুরস্কার জিতেছে এয়ারটেল

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, ২০২১-এ এয়ারটেল ৬টি পুরস্কার জিতেছে! এয়ারটেল ঈদ চ্যালেঞ্জ, এয়ারটেল ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ক্যাম্পেইন, এয়ারটেল 20-বিশ ইয়ার এন্ড সং- এই সবগুলো ক্যাম্পেইনই জনপ্রিয়তার দিক থেকে অসাধারণ সাফল্য অর্জন করেছিল। তারই ধারাবাহিকতায় 'এয়ারটেল ঈদ চ্যালেঞ্জ' 'সেরা UGC' বিভাগে সিলভার অ্যাওয়ার্ড এবং ‘বেস্ট ইউজ অফ ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম’ বিভাগে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে। অন্যদিকে, এয়ারটেল ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ক্যাম্পেইন 'বেস্ট ইউজ অফ ফেসবুক', 'বেস্ট ভিডিও' এবং 'বেস্ট কন্টেন্ট মার্কেটিং' ক্যাটাগরিতে তিনটি সিলভার অ্যাওয়ার্ড জিতেছে। একই সাথে এয়ারটেল 20-বিশ ইয়ার এন্ড সং 'বেস্ট ভিডিও' বিভাগে সিলভার অ্যাওয়ার্ড জিতেছে। এই সাফল্য মার্কেটিং জগতে এয়ারটেলের অবস্থান আরও দৃঢ় করেছে। এই ধারাবাহিকতায় এয়ারটেল ব্র্যান্ড হিসেবে সৃজনশীল ও অর্থবহ ক্যাম্পেইন বানাতে আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠেছে।

আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল?