এয়ারটেল ৪জি+ এর পেছনের গল্প

পৃথিবীর অন্যান্য সবকিছুর মতই প্রযুক্তিও আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে পৃথিবীজুড়ে। এবং এরই ফলশ্রুতিতে এসেছে ৪জি+ যা উন্নত ইন্টারনেট প্রযুক্তির অন্যতম এক মাইলফলক হয়ে দাড়িয়েছে সমগ্র বিশ্বে। এবং এয়ারটেল ৪জি+ মানে, এয়ারটেল-এর সকল গ্রাহক এখন উন্নত এবং বদলে যাওয়া এক ইন্টারনেটের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন সেকেন্ডে সেকেন্ডে। সহজ করে বলতে গেলে এয়ারটেল ৪জি+ হচ্ছে কোন ধরনের সমস্যা যেমন তথাকথিত “বাফারিং”, “মাল্টিপল ডাটা কমান্ড” কিংবা “স্পেকট্রাম” ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারা। এর ফলে গ্রাহক খুব সহজেই বাফার ছাড়াই ভিডিও স্ট্রিমিং কিংবা খুব দ্রুতগতিতে ইন্তারনেট ব্রাউজ করতে সক্ষম হবেন।

এয়ারটেল গ্রাহকরা এখন খুব সহজেই ডাউনলোড ছাড়াই লাইভ মিউজিক স্ট্রিমিং এর মাধ্যমে গান শুনতে পারবেন। এবং মুভি কিংবা ভিডিও-ও এখন আর ডাউনলোড করার প্রয়োজন নেই, গ্রাহক সরাসরিই উপভোগ করতে পারবেন অনলাইন থেকে। মাল্টিপার্টি গেমিংও এখন চলছে এক নতুন লেভেলে, কারণ এয়ারটেল-এর ৪জি+ নেটওয়ার্কে প্রয়োজনীয় ইন্টারনেট স্পিড নিয়ে অনলাইনে থাকা এখন আরও সহজ। অনলাইনে বন্ধুদের সাথে ভিডিওকলিং এর মাধ্যমে আড্ডা দেওয়াও এখন আরও অনেক সহজ। সেই সাথে ফেসবুকে লাইভ করা কিংবা বড় বড় ভিডিও ফাইল অথবা কয়েকটি ছবি একসাথে আপলোড দিতে এখন আর অপেক্ষা করার প্রয়োজন নেই, আপলোড হয়ে যাবে নিমিষেই। সব কথার এক কথা হলো, এয়ারটেল গ্রাহককে নিয়ে যাবে ইন্টারনেট এর এক নতুন দুনিয়ায় এবং আলাদা করবে অন্য সবার থেকে। তাই অনলাইনে থাকুন বন্ধুদের সাথে, একসাথে এবং এয়ারটেল ৪জি+ এর সাথে দেখিয়ে দাও তোমার সোয়াগ. 


আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল?